• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর আঁধা কিলোমিটারে রাস্তার বেহাল দশা

সংবাদদাতা / ১৫৫ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

কাদির খান, টঙ্গীবাড়ী প্রতি‌নি‌ধিঃ- বিকল্প সড়ক না থাকায় আঁধা কিলোমিটারে দুর্ভোগে নাভিশ্বাস হয়ে উঠে পথচারীদের, বন্ধ হয়ে পড়ে শিশুদের বিদ্যালয়ে যাওয়া-আসা। মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারি ইউ‌নিয়‌নের গাড়ুগাঁও – কুকরাদি গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের একমাত্র সড়ক হাসাইল- গাড়ুগাঁও সড়ক।

এই সড়কের আঁধা কিলোমিটার সড়ক জুড়ে ইটের সলিং উঠে ছোট- বড় গর্তের সৃষ্টি হওয়ার ফলে যাতায়াতের অনুপযোগী হয়েছে আরও আগেই। তবে বৃষ্টি আসলে তা যেনো ভয়ঙ্কর রুপ ধারন করে। জমে থাকে বৃষ্টি পানি। স্হানীয় বাবু দেওয়ানের বাড়ি হতে গাড়ুগাঁও চৌরাস্তা পর্যন্ত সড়কে বেহাল দশা। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

এমন অবস্হায় সড়কটি সংস্কার করার জন্য জোড় দাবি জানাছে প্রতিদিন যাতায়াত করা কয়েকটি গ্রামের হাজারও পথচারি। স্হানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত সড়কটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। সড়কের মধ্যে সৃষ্টি হয়েছে ছোট- বড় গর্ত। এছাড়া বৃষ্টি নামলে হাঁটু সমান পানি জমে থাকে দীর্ঘদিন যাবত।

এতে পুরোপুরি যাতায়াত বন্ধ হয়ে পড়ে সড়কে। স্কুল পড়ুয়া ছে‌লে মেয়‌েরা বাধ্য হয়ে বন্ধ ক‌রে স্কুল- কলেজ। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান তারা। এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ্ মোয়াজ্জেম জানান, খুব শিগগিরই সড়কটি পরিদর্শন করে সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...