• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

সংবাদদাতা / ৩২৪ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

মাটি মামুন (রংপুর) থেকে: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের করোনা কেয়ার ইউনিট (সিসিইউ) তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোগীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হলে তাদের’কে দ্রুত ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এ নিয়ে চলতি বছর রমেক হাসপাতালে তিনবার শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী আগুন লাগার বিষয় টি নিশ্চিত করে জানান, সিসিইউ ইউনিটে বিদ্যুৎসংযোগ লাইনে শর্ট- সার্কিট থেকে বেশ কয়েকবার স্পার্কিং করে। এতে আগুন লাগার উপক্রম হলে সঙ্গে সঙ্গে সেখানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে লাইনে স্পার্কিং বা ফায়ার শুরু হলে রোগী ও রোগীর স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে যে যার মতো করে সিসিইউ ইউনিট থেকে রোগীদের নিরাপদে সরিয়ে নেয়।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ- সহকারী পরিচালক মো. বাদশা মাসউদ আলম জানান, শর্ট- সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার অগ্নিনি-র্বাপক যন্ত্র দিয়ে নিভিয়ে ফেলছে তারা। আমাদের কোনো কাজ করতে হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...