• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন

লাখাইয়ে বিএনপির প্রস্তুতি সভায় পুলিশের হামলা, সংঘর্ষে আহত শতাধিক

সংবাদদাতা / ২০৭ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

লাখাই প্রতিনিধিঃ- সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে হবিগঞ্জের লাখাইয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশ ও বিএনপির পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার বামৈ বাজারে এ ঘটনা ঘটে। বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ জানান, সিলেটে গণসমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার সন্ধ্যায় বামৈ বাজারে দলের অস্থায়ী কার্যালয়ে কর্মী সমাবেশ চলছিল। এ সময় হঠাৎ লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম, এসআই দেবাশিষ ও এসআই রাব্বি সহ ৫০ থেকে ৬০ জন পুলিশ হামলা চালায়। তারা গুলি ছুড়ে শতাধিক নেতাকর্মীকে আহত করেন। গাড়ি, মোটর সাইকেল ভাঙচুর করেন। এ সময় সভাপতির আসন থেকে উপজেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ মিয়াকে তুলে নিয়ে যান তারা। লাখাই থানার ওসি মো. নুনু মিয়া জানান, তাদের অভিযোগ সঠিক নয়। পুলিশের ওপরই তারা প্রথম আক্রমণ করেছেন। তিনি বলেন, আমরা বলেছিলাম সংক্ষিপ্ত করার জন্য কিন্তু বিএনপি নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছেন। এতে ৭ থেকে ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। তবে তা এখনও (সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত) হিসাব করা সম্ভব হয়নি। তবে কাউকে আটকের বিষয়টি তিনি অস্বীকার করেন। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বিএনপি নেতাকর্মীরা বামৈ বাজারে দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ আহবান করেন। উপজেলা আহবায়ক শেখ ফরিদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ। এতে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সমাবেশ দ্রুত শেষ করার তাগিদ দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সমাবেশের চেয়ার ভাঙচুর করা হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...