নিজস্ব প্রতিবেদকঃ- বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় সারোয়ার আলম (৫৫) নামে এক বাঁশ ব্যবসায়ীর লাশের সন্ধান পাওয়া গেছে। নিহত সারোয়ার আলম লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়া এলাকার মৃত মনির আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ একই ইউনিয়নের দুর্গম এলাকায় বাঁশসহ গাছ, কলা, সবজির ব্যবসা করতেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭ টায় লাশটি দেখতে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের খবর দেয় স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করে রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, ‘ঘটনাস্থল খুবই দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকা। সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম ঘটনাস্থল যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
রূপসীপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার কাইওয়ে ম্রো বলেন, ‘গতরাত ১০ টায় নিহত সারোয়ার আলম কে নাইক্ষ্যংমুখ বাজারে দেখা গিয়েছিল। রাতে সে আলিয়াং পাড়ায় যাচ্ছিল। তার লাশ উদ্ধারে যাওয়া পুলিশ টিমের সাথে যাচ্ছি।’লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘পুলিশের ২ টি টিম ঘটনাস্থলে যাচ্ছে। প্রথম টিম সকাল সাড়ে ৮ টায় রওনা দিয়েছে।’
উল্লেখ্য, গত তিন বছরে রূপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যংমুখ দুর্গম এলাকায় ৫ টি খুনের ঘটনা ঘটে। উক্ত এলাকাটি পাহাড়ি সন্ত্রাসীদের আতুড়ঘর হিসাবে পরিচিত।#