• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে ২০০ বোতল ফেন্সিডিলসহ আশরাফুল গ্রেফতার

সংবাদদাতা / ১৪৮ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

মিজানুর রহমানঃ লালমনিরহাট সদর থানা পুলিশের অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক সম্রাট আশরাফ আলী গ্রেফতার। মাদক পরিবহন কাজে ব্যাবহৃত একটি ট্রাক জব্দ করে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উমর ফারুকের নির্দেশনায়, ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার, এসআই আমিনুল ইসলাম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজায় একটি সন্দেহজনক ট্রাক তল্লাশী করা হয়। এ সময় ট্রাক ড্রাইভারের পিছনে হলুদ রঙের বস্তায় বিশেষ কায়দায় লুকানো জালি ব্যাগ থেকে ২০০ বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক সম্রাট আশরাফ আলী (৩২) কে আটক করে পুলিশ, ট্রাক চালক ও হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক আশরাফ আলী লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্নপুর গ্রামের আবেদ আলী (কবিরাজ) পুত্র। আটক মাদক ও ট্রাকটি জব্দ দেখিয়ে আসামি আশরাফ আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) স্মারনির ১৩ (গ) ৩৮/৪১ ধারায় রুজু করা হয়েছে। মামলা নং ৩২ লালমনিরহাট সদর থানা।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উমর ফারুখ মাদক উদ্ধারের কথা স্বীকার করে জানান, কুখ্যাত মাদক সম্রাট আশরাফ আলী’কে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।

আটক আশরাফ আলী লালমনিরহাট জেলার একজন কুখ্যাত মাদক সম্রাট, দেশের বিভিন্ন জেলায় আশরাফ আলীর বিরুদ্ধে মাদক মামলা রয়েছে, এই জেলার মাদক বিভিন্ন জেলায় আশরাফ আলী পাচার করে আসছে দীর্ঘদিন থেকে, নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, রংপুর সহ বিভিন্ন জেলায় রয়েছে তার শক্তিশালী নেটওয়ার্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...