• বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

লেবাননে চার দিনে ৬২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল

সংবাদদাতা / ৮ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

অনলাইন  ডেস্ক: লেবাননে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার চার দিন অতিবাহিত হলেও ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে এ চুক্তি লঙ্ঘন করে চলেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় সেখানে দুজন নিহত হয়েছেন। লেবানন থেকে পাওয়া প্রতিবেদনগুলোর বরাতে রবিবার লন্ডনভিত্তিক আরবি সংবাদমাধ্যম আল-আরবি আল-জাদিদ এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার গভীর রাতে এবং রবিবার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আল-খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায়। খবর ইরনার। এছাড়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে।

ড্রোনগুলো বৈরুতের উত্তর-পূর্বে বালবেক শহরের ওপরেও স্বল্প উচ্চতায় উড়তে দেখা গেছে। আরবি সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, কেবল শনিবারেই ইসরায়েলি বাহিনী ২৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যার ফলে গত ২৭ নভেম্বর থেকে চার দিনে চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে ৬২-এ।

এই লঙ্ঘনগুলোর মধ্যে ছিল বিমান হামলা, আর্টিলারি ফায়ার, ড্রোন দিয়ে পর্যবেক্ষণ, গুলি চালানো, দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অনুপ্রবেশ এবং বিভিন্ন অঞ্চলে যানবাহন পোড়ানো ও ধ্বংস করা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আইতারুন, বিনত জবাইল এবং আল-মুতাইত অঞ্চল। আল-আরবি আল-জাদিদ জানিয়েছে, এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে এখন পর্যন্ত অন্তত দুজন লেবাননি নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...