নিজস্ব প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে মিথ্যা অভিযোগ দিয়ে শেখ মোঃ সোহেল রানা নামের এক সাংবাদিককে মারধর করেছে দুর্বৃত্তরা। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল বুধবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।তিনি জাতীয় দৈনিক প্রথম সূর্যদোয় ও মুন্সীগঞ্জের কাগজের লৌহজং প্রতিনিধি।
মারধর শিকার হয়ে উপজেলার হাসপাতালে চিকিৎসা অবস্থায় শেখ মোঃ সোহেল রানা জানান, সকালে ৯টার সময় গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য বাদল ফকিরের মৃত্যু সংবাদ শুনে পালগাঁও গ্রামে যান। সেখানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সোহেলকে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন বলে অপবাদ দেন। সে উক্ত অভিযোগের প্রামাণ দোখতে চান, সে তখন মোটর সাইকেল ভাঙ্গা হয়েছে বল তাদেট জানান।
তবে দুষ্কৃতিকারীরা তার কথা কর্ণপাত না করে এলোপাতাড়ি হিসু দিতে থাকে। ঘটনার সময় পালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্রীদের ক্লাসে কার্যক্রম চলছিলো। প্রাঙ্গণে টি কোমলমতি ছাত্র-ছাত্রীর উপস্থিত ছিলো। তবে বিদ্যালয় চলাকালীন স্থানীয় বখাটে নাহিদ তালুকদারের নেতৃত্বে একদল যুবক সোহেলকে থাপ্পড় ও কিল-ঘুষি দিয়ে আহত করে। সেখান থেকে সোহেলকে কাছের আনন্দবাজারে টেনেহিঁচড়ে এনে একটি দোকানে ঢুকিয়ে সাটার বন্ধ করে দেয়। এখানে সোহেলের উপর পুনরায় চলে কিল-ঘুষি।
পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোহেলকে মারধরের বিষয়ে
নাহিদ তালুকদারকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সাথে জড়িত নন, এমনকি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তবে আহত সাংবাদিকের জানান, নাহিদ,সোহেল , সাইফুল,রাব্বি পাঠান,রিফাত পাঠান,আরাফাত, হৃদয় সহ প্রায় ১৫\২০ উপস্থিত হয়ে মারধর করে। সর্বশেষ এ ঘটনায় সাংবাদিক সোহেল রানার পক্ষে তার স্বজনেরা লৌহজং থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।এছাড়া মুন্সিগঞ্জ জেলা সেনাবাহিনীর ক্যাম্পে এর মোবাইল নম্বর সেএকটি অভিযোগ জানিয়েছে।
লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্ব নিয়োজিত ডা.নাজমূস সালেহীন বলেন সাংবাদিক সোহেল শরীরের বিভিন্ন স্থানে গুরুতর মারধরের চিহ্ন নিয়ে হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে ভর্তি করে চিকিৎসা নিচ্ছি।
বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাসুদ খান ও সাংবাদিক মোঃ মিজানুর রহমান ঝিল্লু, মোঃ শওকত হোসেন, মোঃ তাজল ইসলাম রাকিব সহ স্থানীয় সকল সাংবাদিকদের বিষয় অবগত করা হলে তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত অপরাধী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।