• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত গাজায় ইসরায়েলি হামলায় আরো অর্ধশত ফিলিস্তিনি নিহত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপভ্যান সংঘর্ষে চারজন নিহত

শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাজিরায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৬৬ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

নাসির মাদবর, জেলা প্রতিনিধিঃ- শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না শ্লোগানে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণে কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা সময় জাজিরা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসেনের উপস্থাপনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মো.পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- পরিচালক ( ডিএই) জনাব কৃষিবিদ মোঃ মতলুবর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার, পৌর মেয়র ইদ্রিস মাদবর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুবোধ কুমার দাস জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রাসুল, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জব্বার আকন উপজেলা প্রানিসম্পদ অফিসার জনাব ডাঃ আতিকুর রহমান, উপজেলা মৎস্য অফিসার জনাব আবুল বাশার,অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার বীথি রাণী বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,কাউন্সিলর গন,শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষক কৃষাণী।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বাড়ির আঙ্গিনাসহ বিভিন্ন জায়গায় পতিত জমিতে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে শাক-সবজি বা ফলমূল চাষাবাদের মধ্য দিয়ে সকল জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার অনুরোধ জানিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।কৃষকদের কাছ থেকে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে কৃষকদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্বলিত মতামত গ্রহণ করেন। সমাবেশ শেষে উপজেলা কৃষি অফিস কতৃক ১০০ জন কৃষককে বিভিন্ন প্রজাতির শাক-সবজি, ফলের চারা, বীজ ও সার বিতরণ করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...