• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

শাল্লায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৫১ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ– সুনামগঞ্জের শাল্লায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর (শনিবার) থানা পুলিশের আয়োজনে এই কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়। ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি -শৃঙ্খলা সর্বত্র’- এ স্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভার আয়োজন করে শাল্লা থানা পুলিশ।

সভায় শাল্লা থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও এসআই আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, বীর মুক্তিযোদ্ধা জগদীশ সরকার, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া প্রমুখ।

বক্তারা বলেন পুলিশ জনতার বন্ধু। সমাজের অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে সমাজকে অপরাধ মুক্ত করতে হবে। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...