• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

শ্রীনগরে বাল্যবিবাহ নিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা

সংবাদদাতা / ১৪৪ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় বাল্য বিবাহ নিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। ৫ই অক্টোবর বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়াম রুমে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বতে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, শ্রীনগর উপজেলা প: প: কর্মকর্তা ডা আদনান মো শাকিল, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, ইউপি চেয়ারম্যান, হামিদুল্লাহ খান মুন, কাজী মনোয়ার হোসেন শাহাদাত, আলী আকবর, সহ ১৪ টি ইউনিয়নের কাজীগন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী, বিডিসি ক্রাইম বার্তাকে  বলেন, বাল্যবিবাহের সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হব। বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯ অনুসারে একজন ছেলে ও মেয়ের বিয়ের ন্যূনতম বয়স ২১ ও ১৮ হলেও বাংলাদেশে এ বয়স সীমার নিচে ৫২ শতাংশ মেয়ের বিবাহ হয়ে থাকে। বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার।

সভায় আরও জানানো হয়, নোটারি পাবলিকের মাধ্যমে কোন বিয়ে সম্পন্ন হবে না সেই সঙ্গে তালাকও গ্রহণযোগ্য নয়। অনেকেরই ভুল ধারণা রয়েছে এ বিষয়ে। দেশের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধের পর সেসব পরিবারকে মনিটরিংয়ে রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...