শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় ছাগল-ভেড়ার ভাইরাস জনিত প্রাণঘাতী পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী এ কার্যক্রম শুরু করেন।
উপজেলা প্রাণি- সম্পদ কর্মকর্তা ডা: কামরুজ্জামান বলেন “পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প” এর আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ৩০ সেপ্টেম্বর হতে ০৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ছাগল ভেড়ার ফ্রি পিপিআর ভ্যাক্সিনেশন কার্যক্রম চালু আছে।
এই ধারাবাহিকতায় শ্রীনগর উপজেলা প্রাণি- সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক উপজেলার ১৪ টি ইউনিয়নে বিনামূল্যে টিকাদান কর্মসূচি চলছে। আপনার পালিত ছাগল ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা দিয়ে সরকারের এ কার্যক্রমকে সফল করুন। দেশকে পিপিআর রোগমুক্ত করণে সহায়তা করুন।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, প্রাণিসম্পদ হাসাপাতালের কর্মচারী বৃন্দ।