নিজস্ব প্রতিবেদকঃ সংবাদ টিভি চেয়ারম্যান জুয়েল খন্দকার”কে সম্মাননা অ্যাওয়ার্ড ও সাংগঠনিক সার্টিফিকেট দেওয়াতে বাংলাদেশ মফস্বল সোসাইটির সংগঠনকে ধন্যবাদ ও জুয়েল খন্দকার’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মানবাধিকার সাংবাদিক সহায়তা সংস্থা (মাসাস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মির্জা ফসিউদ্দিন আহম্মেদ (শাহিন মির্জা) ও মহা-সচিব মাহাবুল আলম।
জুয়েল খন্দকার মানবাধিকার সাংবাদিক সহায়তা সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য এছাড়াও জুয়েল খন্দকার অনুসন্ধানী সাংবাদিকতায় দারুণ ভূমিকা রেখেছিলেন ২৪ এর আন্দোলন, বন্যায় সহ দেশের নানান দুর্যোগ কালে। জুয়েল খন্দকার এর মতো অনুসন্ধানী সাংবাদিক দেশে আসছেন বলে দেশে খবরের পিছনের খবর দেশের মানুষ জানতে পারে। যেই সব সংবাদ সকলের তুলে আনা সম্ভব নয় সেই সব সংবাদের ভূমিকার থাকেন জুয়েল খন্দকার দেশের অনুসন্ধানী সাংবাদিকতায় উজ্জ্বল নক্ষত্র হয়ে।