• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে : প্রধান উপদেষ্টা ইসরায়েলি হামলা : অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত সচিবালয়ে অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে : ফায়ারের ডিজি চাঁপাইনবাবগঞ্জে নসিমনের ধাক্কায় আহত ১০  দেলোয়ার হোসাইন সাঈদীর রায় ঘিরে ওসি মনজুর কাদেরের বিরুদ্ধে নানা বির্তকের অভিযোগ গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত বেড়ে প্রায় ৪৫ হাজার সচিবালয়ে আগুন: ট্রাকচাপায় আহত ফায়ার কর্মীর মৃত্যু সচিবালয়ের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে দ্রুতবিচার আইনে প্রতিদিনের কাগজ সাংবাদিক মুন্না গ্রেফতার : দেশজুড়ে নিন্দা প্রতিবাদ ক্ষোভ

সাবেক অতিরিক্ত আইজিপি গোলাম মোরশেদ আর নেই

সংবাদদাতা / ১৯২ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

বিডিসি ক্রাইম বার্তা ডেস্কঃ- বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি গোলাম মোরশেদ (৭৪) আজ সকাল নয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তিনি তিন কন্যাসহ বহু আত্মীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম গোলাম মোরশেদ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫ সালে পিএসপি অফিসার হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। অতিরিক্ত আইজিপি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অবসর গ্রহণ করেন।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর রাজারবাগ পুলিশ লাইনে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল- মামুন বিপিএম (বার), পিপিএম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়- স্বজন অংশগ্রহণ করেন।

আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন। ডিএমপি এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকেও মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

আইজিপির শোক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম সাবেক অতিরিক্ত আইজিপি গোলাম মোরশেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি আজ এক শোক বাণীতে বলেন, মরহুম গোলাম মোরশেদ একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীর উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন, যা স্মরণীয় হয়ে থাকবে। আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...