সিরাজদিখান মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে পাথরঘাটা শাহী মসজিদ এর জায়গা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বাদ জুমা ২টা থেকে ৩টা পর্যন্ত কুচিয়ামোড়া-গোডাউন বাজার সড়কের পাথরঘাটা এলাকায় অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাথরঘাটা শাহী মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশনেয় ৫শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, ১৯৬৭ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মরহুম মমিনুল হক খান পাথরঘাটা শাহী মসজিদের মহোতামিম থাকার সুযোগে মসজিদের ২৬শতাংশ জমি দখল করে ভবন নির্মাণ করে রেখেছে। তাকে একাধিক বার মসজিদে ওয়াকফ কৃত সম্পত্তি ফিরিয়ে দেয়ার জন্য বলা হলেও সে ফিরিয়ে দেয়নি। পরবর্তীতে তার মৃত্যুর পর তার সন্তানদের’কে মসজিদের সম্পত্তি মসজিদকে দিয়ে দেওয়ার জন্য বলা হলেও তারা দেয়নি। মসজিদের সম্পত্তি ফিরে পেতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ, মশজিদে ইমাম মুফতি আবুল হাসান, পাথরঘাটা উদয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুল কবির মিলন, পাথরঘাটা ঈদ গা কমিটির সভাপতি সেলিম শিকদার,বাসাইল ইউপি সদস্য কামাল উদ্দিন বেপারী প্রমুখ।