আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ– নোয়াখালী সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজার (আটকোপালিয়া বাজার) দুইটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত ১২ : ৩০ মিনিটের সময় হারিছ চৌধুরীর বাজার পাঞ্চাত বাড়ি /খালাসি বাড়ির রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিক জাহাঙ্গীর হোসেন নিপু জানায়, আমার দোকান ঘরটি ইসমাইল ও কবির হোসেন এর কাছে লেপ তোষকের কারখানার জন্য ভাড়া দিয়েছিলাম, ভাড়াটিয়ার শ্রমিক কারখানায় ডিউটিতে থাকাবস্থায় বিদ্যুৎ শর্ট সার্কিটে আগুন লেগে মেশিন ও তুলা পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৮ লক্ষ টাকার দোকানঘর পুড়ে গেছে।
ভাড়াটিয়া ইসমাইল ও কবির হোসেন জানান, লেপতোষকের মেশিন ও তুলা সহ আমাদের দুজনেরই প্রায় সাড়ে চার লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়। আরেক স’মিল মালিক জামাল উদ্দিন জানান, আমার স’মিল পুড়ে ছাই হয়ে যায়, দোকান ঘরের পিছনে থাকা সয়াবিন ও সয়াবিনের হিসাবের খাতা, ১ টি বড় সোলার ও ব্যাটারি, সমিতির হিসাবের খাতা সহ প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের অফিসার মোঃ নুরুন্নবী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দোকান ঘরের আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।