• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
শেরপুরে সেনাবাহিনী যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ঠাকুরগাঁওয়ে সন্ধ্যা নামতেই অনলাইনে জুয়ার আসর কুকি-চিন’র আস্তানায় সেনা অভিযান, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও পিক আপ সংঘর্ষ! দুই চালকসহ আহত-৫ অফিস সহকারী শাহীনের শত কোটি টাকার বিত্ত বৈভব, নজিরবিহীন দু র্নী তির ঘটনা হার মানাবে আরব্য রজনীর রুপকথার গল্পকে! টেলিকম খাতেও সালমান সিন্ডিকেট, লুটে নেয় সাড়ে ৭ হাজার কোটি টাকার সুবিধা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, শ্রম সংস্কারের প্রতিশ্রুতি হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প বৈঠক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেবে সরকার, জানালেন ড. ইউনূস উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা

১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ব্লক রেইড

সংবাদদাতা / ১৩৫ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ব্লক রেইড পরিচালনা করার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে গতকাল শনিবার (১২ আগস্ট) থেকে এ অভিযান শুরু হয়েছে।

আগামীকাল সোমবার (১৪ আগস্ট) পর্যন্ত এটি চলবে। ডিএমপি সূত্রে জানা গেছে, সব ক্রাইম ও গোয়েন্দা বিভাগসহ সংশ্লিষ্টদের রাজধানীতে ব্লক রেইডের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (১২ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

ডিএমপি কমিশনারের নির্দেশনায় বলা হয়, আসন্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটনের আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারে রোধে ১২-১৪ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করার প্রয়োজন রয়েছে।

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে জঙ্গিরা যাতে অবস্থান না নিতে পারে সে লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকা ভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করতে হবে। ডিএমপির সকল আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশেষ অভিযানের সময় উঠান বৈঠকের কার্যক্রম বেগবান করতে হবে। উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন এলাকায় জঙ্গিবাদ ও জঙ্গিবাদের হুমকি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে এবং জনগণকে পুলিশি কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে। কোনো ধরনের সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী যেন ঢাকা মহানগরীতে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে ও বিশেষ অভিযান সফল করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া ছাত্রাবাস, ক্লিনিক, পরিত্যক্ত কারখানা, সন্দেহভাজন কোচিং সেন্টার, ইংরেজি মাধ্যম স্কুল/শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সন্দেহভাজন প্রতিষ্ঠান সমূহে তল্লাশি ও ব্লক রেইড কার্যক্রম পরিচালনা করতেও বলা হয়েছে। ডিএমপির প্রতিটি থানায় ভাড়াটিয়া এবং প্রতিটি মেসের সদস্যদের তথ্য হালনাগাদ পূর্বক সন্দেহজনক ব্যক্তিদের তথ্যাদি সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারের মাধ্যমে ডিবি এবং সিটিটিসিকে জানাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...