• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

৫ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৭ জেলে উদ্ধার

সংবাদদাতা / ১০৬ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

অনলাইন  ডেস্ক:

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় পাঁচ দিন ধরে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকা থেকে বিকল ট্রলারসহ জেলেদের উদ্ধার করা হয়। জেলেদের মহাজন গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার বাদুরতলা গ্রামের মো. সালামের মালিকানাধীন এফবি ‘মা’ নামক ট্রলারটি ১৭ জেলে নিয়ে ১০ সেপ্টেম্বর মাছ ধরার জন্য পাথরঘাটা থেকে ছেড়ে সাগরে যায়। ছেড়ে যাওয়ার দুদিন পরে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া এলাকায় ভাসতে থাকে ট্রলারটি। ট্রলারের মাঝি জামাল মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় নেটওয়ার্ক পেলে মোবাইলে মহাজনকে বিষয়টি জানানা। কোস্ট গার্ডকে খবর দিলে অভিযান চালিয়ে ১৭ জেলেসহ ভাসতে থাকা ট্রলারটি উদ্ধার করে।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, এফবি ‘মা’ নামের একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৭ জেলে সাগরে ভাসার খবর পাই। এরপর প্রযুক্তির মাধ্যমে শুক্রবার ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ওই ট্রলারটি অবস্থান শনাক্ত করি। শনিবার সকাল ৮টায় মোংলা কোস্ট গার্ডের আওতাধীন কাগা-দোবেকি, দোবেকি ও কচিখালী স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারসহ ১৭জেলেকে উদ্ধার করেন।

মেজবাহ উদ্দিন আরও বলেন, উদ্ধারের পর জেলেদের মান্দারবাড়ী ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে পরবর্তীতে তাদের বরগুনার পাথরঘাটার কোস্ট গার্ড কন্টিনজেন্টে নিয়ে যাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...