বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী পুনম ধিলোঁর বাড়ি থেকে চুরি হয়েছে দেড় লাখ টাকার একটি হীরার নেকলেস। এ ঘটনায় প্রাথমিকভাবে বাড়ির রঙমিস্ত্রিকে সন্দে করছে অভিনেত্রী পুলিশ। জানা গেছে. মুম্বাইয়ের খার এলাকায় রয়েছে পুনমের ফ্ল্যাট। সেখান থেকেই উধাও হয় নেকলেস। পুলিশের তথ্য অনুযায়ী, বাড়িতে কাজ করা এক ব্যক্তি নগদ ৩৫,০০০ টাকা এবং কিছু ডলারও চুরি করেছে।
অভিযুক্ত ব্যক্তির নাম সামির আনসারি (৩৭)। তিনি গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পুনমের ফ্ল্যাটে ছিলেন। তার ফ্ল্যাটে রঙের কাজ চলছিল। সেখানে বাকি কয়েকজন মিস্ত্রির মধ্যে তিনিও একজন ছিলেন।
পুলিশের ধারণা, কাজ করা অবস্থায় সুযোগ বুঝেই আলমারি খোলা পেয়ে দেড় লাখ টাকার একটি হীরার হার চুরি করেন তিনি।। অভিনেত্রীর স্থায়ী বাসস্থান জুহুতে হলেও, তিনি প্রায়ই খার ফ্ল্যাটে যান, যেখানে তার ছেলে অনমোল থাকেন। পুলিশ জানিয়েছে, আনসারি চুরি করা টাকা দিয়ে একটি পার্টিও আয়োজন করেছিলেন। পুলিশ ইতোমধ্যেই গোটা বিষয়ে তদন্তে নেমেছে। প্রাথমিকভাবে অভিযুক্ত কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, পুনম’কে সর্বশেষ দেখা গেছে ‘জয় মমি দি’ ছবিতে। যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন সোনাল্লি সেগল এবং সানি সিং। তিনি পাথর ক ইনসান, জয় শিব শঙ্কর, রমাইয়া বসতা ভাইয়া, বাতওয়ারা সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন।