কামাল উদ্দিন টগরঃ– নওগাঁর আত্রাইয়ে কোটাসংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ ফাহমিন চত্বর তৈরি করেছেন আত্রাইয়ের শিক্ষার্থীরা। আত্রাই নদীর ওপর নব নিমিত বৃহৎ বীর মুক্তি যোদ্ধা সিরাজউদ্দিন আহম্মেদ সেতুর দক্ষিণ বাইপাসে তারা আপাতত রঙ তুলি দিয়ে“ আন্দোলনের এসব ছবি আঁকছেন শহীদ ফাহমিন” গোল চত্বর তৈরি করেছেন। এটি তৈরির মধ্য দিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ মোঃ আবু জাফর বাদশার ছেলে টঙ্গি কলেজের এইচ এসসি দ্বিতীয় বষের শিক্ষার্থী ফাহমিন জাফর গত ১৮ জুলাই ঢাকায় উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
ছাত্র অনিক,মেহেদী ফায়সাল জানান, রাস্তার যানজট নিরসনে এবং শহীদ ফাহমিনের স্মৃতি অল্মান রাখতে এখানে “শহীদ ফাহমিন” গোল চত্বর তৈরি করা হয়েছে। এ স্থানে যানজট নিরসন ও দূর্ঘটনা এড়াতে স্থায়ী গোল চত্বর নির্মানের দাবি তাদের। সেতুর মূলফটকে রঙতুলি দিয়ে আন্দোলনের এসব ছবি আঁকার দৃশ্য দেখা মেলে। শিক্ষার্থী’রা কেউ রঙ তুলি দিয়ে আঁকছেন, কেউ রঙ করছেন,নকেউ আবার দেয়াল পরিস্কার করছেন। বাহারি রঙের তুলির আঁচড়ে ফুটে উঠেছে নানা রকম চিত্র। তা দেখে মুগ্ধ হচ্ছেন পথচারীরা সহ সাধারণ মানুষ।
নাটোরের শিক্ষার্থী আফরিন জাহান ও রাজশাহী শাহমকদুম কলেজের শিক্ষার্থী আত্রাই দাঁড়িয়াগাথী গ্রামের সন্তান মাইদুল ইসালাম বলেন, আমাদের আন্দোলনের গল্প গুলো’কে রঙ তুলির আঁচড়ের মাধ্যমে ক্যানভাসে জীবন্ত করে তুলছি। আসুন আমরা এক সাথে দেশ গড়ি, দেশটাকে নতুন করে সাজাই। ছবি গুলো্ আমাদের ঐক্য, সংগ্রাম ও বিজয়ের কথা বলব। পরে আত্রাই ছাত্র সমাজের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।
অপর দিকে আত্রাই থানা বিএনপির দ্বিতীয় দিনে কেন্দ্রিীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কমসূচি পালিত হয়েছে। আত্রাই বাইপাস রোগে আত্রাই থানা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে আত্রাই থানা বিএনপির পথসভায বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ন মোঃ তসলিম উদ্দিন সাখিদার, আব্দুল মান্নান সরদার, ফারুখ কখত, যুব দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক থানা বিএনপির যুব দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন যুগ্ন আহ্বায়ক পারভেজ ইকবাল,খোরশেদ আলম প্রমূখ।