• বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

আবাসিক হোটেল কারবারি রাজু খন্দকার গ্রেফতার

বিশেষ প্রতিবেদক: / ৩৪ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

বিশেষ প্রতিবেদক: সীমান্তের বড়ছড়া শুল্ক ষ্টেশনের সেই আবাসিক হোটেল কারবারি আলকাছ খন্দকারের পালক পুত্র নওমুসলিম রাজু আহমেদ ওরফে রাজু খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নওমুসলিম রাজু আহমেদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম বড়ছড়ার প্রয়াত শতীন্দ্র চন্দ্র পালের ছেলে ও বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশনে থাকা নিবন্ধন বিহিন মেঘালয় আবাসিক হোটেলের মালিক।

এছাড়াও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সদ্য পদত্যাগী আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের টানা সাড়ে ১৫ বছরেরও অধিক মেয়াদকালে সভাপতি পদে থাকা হাজি আলকাছ উদ্দিন খন্দকারের পালক পুত্র রাজু আহমেদ ওরফে রাজু খন্দকার। মঙ্গলবার দিবাগত রাত পৌণে ৩টায় সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

এরপুর্বে তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঙ্গীয় অফিসার্সদের নিয়ে সীমান্তের বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশনের রাজুর মালিকানাধীন আবাসিক হোটেল থেকেই মঙ্গরবার সন্ধায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার জানান, সুনামগঞ্জ সদর মডেল থানায় গেল ৪ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় প্রাথমিক তদন্তে অপরাধে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় রাজু আহমেদ ওরফে রাজু খন্দকার’কে সদও মডেল থানা থেকে প্রেরিত রিকুজিশনের প্রেক্ষিতে তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করেন।

মঙ্গলবার রাতে তাহিরপুরের টেকেরঘাট সীমান্তের বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশনের একাধিক আমদানি কারক, সাধারন ব্যবসায়ীগণ জানান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি , সদ্য পদত্যাগী আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের টানা সাড়ে ১৫ বছরেরও অধিক মেয়াদ কালে সভাপতি পদে থাকা হাজী আলকাছ উদ্দিন খন্দকারের পালক পুত্র নওমুসলিম রাজু আহমেদ ওরফে রাজু খন্দকার পালক পিতার প্রভাবে বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশনের কাষ্টমস রোড সংলগ্ন বসতবাড়ি’কে আবাসিক হোটেলে রুপান্তরিত করেন।

এরপর রাজু ওই হোটেলে স্থানীয় ও বহিরাগত রুপ জীবিনীনিদের দালাল চক্রের মাধ্যমে নিয়ে এসে গেল কয়েকবছর প্রকাশে দেহ ব্যবসা, বিদেশি মদ, ইয়াবা সেবন-ক্রয় বিক্রয়ের ও জুয়া খেলার হাট বসিয়েছিলো ওই আবাসিক হোটেলে। অভিযোগ রয়েছে , পুলিশ-বিজিবি সহ গোটা আইনশৃস্খলা বাহিনীর উপর নজরধারী করার জন্য সীমান্তের স্পর্শকাতর এরিয়ায় কোন রকম সরকারি অনুমতি না নিয়ে আবাসিক হোটেলের চারপাশ জুড়ে সিসি ক্যামেরা লাগিয়ে রাখেন চতুর রাজু।

কয়লা আমদানি কারক প্রতিষ্ঠানের আড়ালে সীমান্তের ওপার থেকে বিনা শুল্কে নিয়ে আসা চোরাচালানের কয়লা কারবারেও তার ছিল গেল সাড়ে ১৫ বছর এক চেটিয়া দাপট। তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতেই তাহিরপুর থানা পুলিশের হেফাজত থেকে পুলিশের একটি টিম রাজু আহমেদ’কে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...