শরিফুল ইসলাম (পাবনা) থেকেঃ পাবনার আমিনপুরে গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বাবু’কে আটক করেছে। ৬ই জানুয়ারি সোমবার রাত ১২ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত আমিনপুর থানা এলাকার সাগর কান্দী ইউনিয়নের কেষ্টপুর গ্রামে মেজর শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সে সময় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বাবুর কাছ থেকে দেশীয় ১ নলা বন্দুক উদ্ধার করে সেনাবাহিনী।
অভিযানে নেতৃত্ব থাকা মেজর শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার আমিনপুর থানার সাগরকান্দি কেষ্টপুর এলাকায় আনুমানিক ৪৫ সদস্যর একটি সশস্ত্র চৌকস টিমসহ সোমবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। সে সময় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী বাবু ওরফে কবির কাঙ্গাল বা জাইরা বাবুকে এক নলা একটি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বাবু সে বিভিন্ন সময় দল বদল করে রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় খুন, ডাকাতি, অপহরণ,হাটবাজারে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ করে বলে জানাযায়। সুজানগর ও আমিনপুর থানায় একাধিক মামলা সহ ১৭ টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়টি নিশ্চিত করেন আমিনপুর সুজানগরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রবিউল ইসলাম। পরবর্তী তে শীর্ষ সন্ত্রাসী বাবুকে আমিনপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে জেলা হাজতে প্রেরণ করা হয়।