আন্তর্জাতিক সংবাদ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাম্প্রতিক বন্যায় সাত এশিয়া প্রবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।শুক্রবার ইউএই’র স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার ভিডিও বার্তার মাধ্যমে এমন তথ্য জানিয়েছে উল্লেখ করে এক সংবাদ প্রকাশ করে রইটার্স।
বার্তার মাধ্যমে মন্ত্রণালয় জানায়, নিখোঁজ একজনের লাশ পাওয়ার পর আগের প্রকাশিত তথ্যটি আপডেট করা হয়েছে। এতে আরো জানানো হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত আরব আমিরাতের আল খায়মা, শারজাহ ও ফুজায়রাহ শহর। এই শহরগুলোতে এখনো উদ্ধার কার্যক্রম চলছে। সরিয়ে নেয়া হচ্ছে ক্ষতিগ্রস্তদের।
এরআগে এক বার্তায় মন্ত্রণালয় থেকে বন্যায় ছয়জনের মৃত্যুর তথ্য উল্লেখ করে জানানো হয়, বুধবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। উল্লেখিত শহরগুলোতে পানিবন্দি হয়ে আছেন কয়েক হাজার বাসিন্দা। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। রাস্তাঘাট প্লাবিত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ।
শহরের বিভিন্ন স্থানে পানির উপরে ভেসে থাকতে দেখা যায় যানবাহন।#