সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ীদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আদিবাসী শিক্ষার্থীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এই কর্মসূচি করেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘সেনাবাহিনীর বিরুদ্ধে না, সেনাশাসনের বিরুদ্ধে’, ‘আলাদা দেশ চাই না, অধিকার চাই’, ‘জুমল্যান্ড প্রোপাগাণ্ডা বন্ধ চাই’, ‘পাহাড়ে ভূমি পুত্ররা মরছে কেন?’, ‘বিচ্ছিন্নতাবাদী নয়, সম্পৃক্ত হতে চাই’, ‘দেশ ভাগ করে স্বাধীনতা চাই না, দেশবাসী হিসেবে অধিকার চাই’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড দেখা যায়।
খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে উগ্রপন্থী কিছু সেটেলার বাহিনীর উস্কানিতে পাহাড়িদের ঘর-বাড়ি, দোকানপাটে অগ্নিসংযোগ ও হামলা করা হয়েছে। যারা এসব ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতার আনার জন্য সরকারে প্রতি জোর দাবি জানান তারা।