অনলাইন ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ইমরানের বোন আলেমা খান এবং উজমা খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ জানিয়েছে।
এর আগে ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভের ঘোষণা দিয়েছিল পিটিআই। দুপুরের দিকে দলের সমর্থকরা এলাকায় আসতে শুরু করে। এসময় আলেমা এবং উজমা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। পিটিআই কর্মীরা জড়ো হওয়ার সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সেখান থেকে পিটিআইয়ের ৩০ সমর্থকসহ ইমরানের দুই বোনকে গ্রেপ্তার করা হয়।
পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে প্রবেশ পয়েন্টগুলো সিল করে দিয়েছিল। পিটিআইয়ের সমাবেশের আগে মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এদিকে, কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান আবার তার সমর্থকদের ‘শান্তিপূর্ণ প্রতিবাদ’ করার জন্য জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার লাহোরের মিনার-ই-পাকিস্তানে এ সমাবেশ হবে বলে জানিয়েছে পিটিআই।