• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

ইরানে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন

সংবাদদাতা / ৩ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

অনলাইন  ডেস্ক: ইরানের স্পর্শকাতর স্থাপনাগুলো রক্ষার জন্য দেশটি অত্যাধুনিক এবং নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে বলেছেন, সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির যৌথ উদ্যোগে তেহরানের স্পর্শকাতর স্থাপনাগুলোর সুরক্ষায় নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

আগামী কয়েকদিনের মধ্যে সশস্ত্র বাহিনীর এক যৌথ মহড়ায় শক্তিমত্তার সঙ্গে ইরানের আকাশসীমা রক্ষা করার বিষয়টি প্রদর্শনের উদ্দেশ্যে এই ব্যবস্থার পরীক্ষা চালানো হবে। খবর ইরনার। জেনারেল রাহিমজাদে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বার্ষিক পরিকল্পনা ও কর্মসূচির ভিত্তিতে দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই মহড়া অনুষ্ঠিত হবে।

আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিমত্তা প্রদর্শন করার উদ্দেশ্যে এ মহড়া চালানো হবে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এ মহড়া হবে বিশাল এবং শত্রুকে ভড়কে দিতে ও এই ব্যবস্থার নিরাপত্তা সুরক্ষিত রাখতে এটির সক্ষমতার খুব সামান্য অংশ প্রদর্শিত হবে। ইরানের সশস্ত্র বাহিনীর ‘একতেদার’ বা ‘শক্তিমত্তা’ নামক মহড়া আগামী রবিবার শুরু হচ্ছে এবং তা আগামী দু’মাস ধরে চলবে। ইরানের আকাশ, স্থল ও পানিসীমাজুড়ে এই বিশাল মহড়া অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...