• শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

এমপি আনার হত্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন শিমুল ভুঁইয়া

সংবাদদাতা / ১৩১ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় গ্রেপ্তার শিলাস্তি রহমান, তানভীর ভুঁইয়ার পর শিমুল ভুইঁয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইঁয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। বুধবার (৫ জুন) রিমান্ড শেষে আসামি শিমুল ভুইঁয়াকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শিমুল ভুঁইয়া স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করছেন।এ মামলায় শিমুল ভুইঁয়া, তানভীর ভুইঁয়া ও সিলিস্তা রহমান প্রথম দফায় ৮ দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে ছিলেন। সোমবার শিলাস্তি রহমান এবং মঙ্গলবার তানভীর ভুঁইয়া একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ২২ মে আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...