• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

কাঞ্চন পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাই ৪ প্রার্থীর মাঝে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সংবাদদাতা / ১৩৩ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ২ জুন, ২০২৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :  আগামী ২৬ জুন বহুল আলোচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ে দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও কাঞ্চন পৌরসভার বর্তমান মেয়র রফিকুল ইসলাম রফিক ও পৌর বিএনপির সাবেক নেতা আবুল বাশার বাদশার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রির্টানিং অফিসার কাজী মোহাম্মদ ইস্তাফিজুল ইসলাম আকন্দ। রোববার (০২ জুন) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের উপজেলা মিলনায়তনে প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাচাই শেষে এসব ঘোষণা দেন তিনি।

এসময় ৫ জন কাউন্সিলরের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহাসহ ওই পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলররা। এসময় মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভা এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। এই পরিবেশ কোন বহিরাগত লোকজন এসে যেন নষ্ট করতে না পারে সে বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের নজড় রাখার অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...