নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবা ২০শে ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী সর্বাধিক কারা নির্যাতন ও মামলার শিকার বাবু চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত । নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি, দ্রুত গনতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে নতুন বাজার দলীয় কার্য্যালয়ের সম্মুখে বিশাল সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ও জেলা ছাত্রদলের ২নং সহ-সভাপতি ১/১১ এর কারা নির্যাতিত ছাত্রনেতা গোলাম মোস্তফা বাবু চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিলটি উক্ত সমাবেশে যোগদান করেন।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আব্দুল আওয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান, বিএনপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শরীফুল আলম, সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি। উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম। উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন জাকির হোসেন বাবলু, আহবায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও সঞ্চালনা করেন মোঃ রোকুনুজ্জামান সরকার রোকন, সদস্য সচিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।