নিজস্ব প্রতিনিধিঃ অদম্য ইচ্ছা ও মনোবলের সাফল্য হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালে ২য় বারের মতো ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ পাওয়ার গৌরব অর্জন করেছে শেরপুর জেলার ঝিনাইগাতীর কৃতি শিক্ষার্থী লুবনা জামান। সে এ বিশ্ববিদ্যালয়ের বিজনেজ ফ্যাকাল্টিতে সর্বোচ্চ সি,জি,পি ৩.৯৫ পেয়ে এ খ্যাতি লাভ করেছে।
ইতিপুর্বে ২০২২ সালেও সে একই বিশ্ববিদ্যালয়ের ওই ফ্যাকাল্টিতে প্রথম ভাইস চ্যান্সেলর এওয়ার্ড পেয়েছিল।
ছোটকাল থেকেই অভিনয়,বিতর্ক, উপস্থিত বক্তৃতায় পারদর্শী মেধাবী লুবনা ৫ম ও ৮ম শ্রেণীতে জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এসএসসি পরীক্ষাতেও সে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। লুবনা ঝিনাইগাতী উপজেলা সদরের শিক্ষক দম্পতি এসএম আমিরুজ্জামান লেবু ও জেসমিন জামান-এর প্রথম সন্তান।