• বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ৭ ফেসবুকে সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার : আদালতে মামলা যুবলীগ নেতার বিরুদ্ধে হামলা ও জমি দখলের অভিযোগ : বিএনপি নেতার, সংবাদ সম্মেলন  বেনাপোল সীমান্তে ৫পিচ স্বর্ণেও বারসহ যুবক আটক জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩২ জনের জামিন বাতিল কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করতে চাই না: জাতিসংঘে প্রধান উপদেষ্টা দুর্গাপূজায় নিরাপত্তা দিতে সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা পড়ালেন জামায়াত আমির কুষ্টিয়ায় এক ইউপি চেয়ারম্যান’কে কুপিয়ে জখম

কুষ্টিয়ায় ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ৭

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ / ১৮ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়’কে ট্রাক ও মাহেন্দ্র এর মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য সহ ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে আলাউদ্দিন নগর কালুর মোড় বালির মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পথেই মারা যান।

নিহত হয়েছেন পৌরসভার ঝাউতলা মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে মনির হোসেন (২২)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও তেবাড়িয়া তিন গম্বুজ জামে মসজিদের ইমাম ছিলেন, ও কুষ্টিয়া দৌলতপুর থানায় কর্মরত এস আই শহিদুল ইসলাম।

আহত হয়েছেন, আসাদুল ইসলাম (৬০),  আরমান (৬০), হাসেন আলী (৬০), মালেকা (৪৫), রিয়াজুল (৩০), মমতাজ বেগম (৪০), রাহুল (১৯)। জানা যায়, বুধবার দুপুরে কুমারখালী অভিমুখী  মাহেন্দ্র গাড়ি আলাউদ্দিন নগর কালুর মোড় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মাহেন্দ্র গাড়ির চালক সহ যাত্রীরা গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শষ্য জেনারেল হাসপাতালে নেওয়া হয়। যাত্রীদের মধ্যে মসজিদের ইমাম মনির চিকিৎসারত অবস্থায় মারা যান, ও পুলিশ সদস্য শহিদুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যান্য যাত্রীরা কুষ্টিয়া সদরে চিকিৎসাধীন রয়েছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। ট্রাকটি হাইওয়ে পুলিশ জব্দ করেছেন। ট্রাকের চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category