সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়’কে ট্রাক ও মাহেন্দ্র এর মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য সহ ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে আলাউদ্দিন নগর কালুর মোড় বালির মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পথেই মারা যান।
নিহত হয়েছেন পৌরসভার ঝাউতলা মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে মনির হোসেন (২২)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও তেবাড়িয়া তিন গম্বুজ জামে মসজিদের ইমাম ছিলেন, ও কুষ্টিয়া দৌলতপুর থানায় কর্মরত এস আই শহিদুল ইসলাম।
আহত হয়েছেন, আসাদুল ইসলাম (৬০), আরমান (৬০), হাসেন আলী (৬০), মালেকা (৪৫), রিয়াজুল (৩০), মমতাজ বেগম (৪০), রাহুল (১৯)। জানা যায়, বুধবার দুপুরে কুমারখালী অভিমুখী মাহেন্দ্র গাড়ি আলাউদ্দিন নগর কালুর মোড় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মাহেন্দ্র গাড়ির চালক সহ যাত্রীরা গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শষ্য জেনারেল হাসপাতালে নেওয়া হয়। যাত্রীদের মধ্যে মসজিদের ইমাম মনির চিকিৎসারত অবস্থায় মারা যান, ও পুলিশ সদস্য শহিদুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যান্য যাত্রীরা কুষ্টিয়া সদরে চিকিৎসাধীন রয়েছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। ট্রাকটি হাইওয়ে পুলিশ জব্দ করেছেন। ট্রাকের চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।