সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া গ্রামে মঙ্গলবার বিকেলে নিখোঁজ শিশুর মরদেহ বুধবার দুপুরে বাড়ির পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে।
নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশের ইটভাটায় তিনি চাকরি করেন। প্রতিদিন তার মেয়ে সিদরাতুল মুনতাহা তার কাছেই থাকতো। বাড়ির পাশের জলাশয়ের কচুরিপানা পরিস্কার করানোর জন্য মঙ্গলবার বিকেলে তিনি ভাটায় ছিলেন না এবং বিকেলের দিকে বাড়ি থেকে খবর আসে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
খোঁজাখুঁজির একপর্যায়ে মেয়েকে না পাওয়া গেলে মাইকিং করানো হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হলে বাড়ির আশেপাশের জলাশয়ে তল্লাশি চালিয়ে হদিস পাওয়া যায়নি। বুধবার বাড়ির পাশের জলাশয়ে তার মেয়ের মরদেহ ভেসে ওঠে বলে জানান তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকিবুল ইসলাম জানান, তিন বছরের শিশুর মরদেহ জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। ছোট শিশু যেকোনভাবে পানিতে পরে গিয়ে মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। শিশুর অভিভাবক মরদেহ ময়নাতদন্ত করাতে না চাইলে তাদের আদালতের মাধ্যমে মরদেহ দাফনের অনুমতি আনার জন্য বলা হয়েছে।