বনি আমিন (ঢাকা) প্রতিনিধিঃ “ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় স্বামীকে অপহরণ” শীর্ষক চাঞ্চল্যকর ঘটনায় মামলা রুজুর এক ঘণ্টার মধ্যে অপহরণকারী চক্রের সাথে জড়িত ভিকটিমের স্ত্রীসহ ৫ জন’কে গ্রেফতার করেছে র্যাব-১০। ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বেয়ারা বাজার এলাকায় বসবাসকারী মোঃ ফয়সাল (৩০) গত ৭ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ পারিবারিক সম্মতিক্রমে একই এলাকার মোছাঃ জান্নাতুল ফেরদৌস (১৮)’কে বিবাহ করেন।
অতঃপর গত ৮ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:০০ ঘটিকায় ফয়সাল ও তার স্ত্রী জান্নাতুল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন সারিঘাট এলাকায় ঘুরতে যায়। তার দুই ঘণ্টা পর জান্নাতুল একা তার স্বামীর বাসায় গিয়ে তার শাশুড়ী’কে জানায় যে, অজ্ঞাতনামা ৬/৭ জন ব্যক্তি ফয়সালকে মারধর করে জোরপূর্বক একটি সিএনজি যোগে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গিয়েছে।
ঘটনা টি শুনে ফয়সালের মা তার আত্মীয়স্বজনদের নিয়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করতে থাকে। খোঁজা খুজির একপর্যায়ে অজ্ঞাত অপহরণকারী’রা ফয়সালের মায়ের মোবাইল নম্বরে ফোন করে ফয়সালের মুক্তিপণ হিসেবে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা দাবি করে অন্যথায় তারা ভিকটিম ফয়সালকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে ফোন রেখে দেয়।
জানাযায়, ভিকটিম ফয়সালের মা বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ভিকটিম ফয়সাল’কে অপহরণের দায়ে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-১৪, তারিখ-০৯ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ, ধারা-৩৬৪ দন্ড বিধি। বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম ফয়সাল’কে দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ৯ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১৯:৩০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার মতিঝিল থানাধীন গোপীবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মামলা রুজুর এক ঘণ্টার মধ্যে অপহৃত ভিকটিম ফয়সাল’কে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ রিফাত শিকদার (১৯), পিতাঃ- আব্দুস সালাম, সাং- শ্যামেরহাট, থানাঃ-মেহেন্দীগঞ্জ, জেলাঃ- বরিশাল ও তার অন্যান্য সহযোগী, মোহাম্মদ রাজ (২১), পিতাঃ- জাবেদ, সাং- গোপীবাগ, থানাঃ- মতিঝিল, ঢাকা, মোঃ মেহেদী হাসান (১৯), পিতাঃ-মোঃ আতাউর রহমান, সাং- মোল্লাকান্দি, থানাঃ- মেঘনা, জেলাঃ- কুমিল্লাদের গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ রাত আনুমানিক ১৯:৫০ ঘটিকায় রাজধানীর ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকা হতে অপহরণকারী চক্রের অপর ২ জন আসামী মোছাঃ কাশফিয়া আক্তার (১৫), পিতাঃ- মোহাম্মদ আলী, সাং- চন্ডিপুর, থানাঃ- নড়িয়া, জেলাঃ- শরীয়তপুর এবং ভিকটিম ফয়সালের স্ত্রী মোছাঃ জান্নাতুল ফেরদৌস (১৮)’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম ফয়সালের স্ত্রী জান্নাতের সাথে আসামী রিফাতের বেশ কিছুদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। ফয়সালের সাথে জান্নাতের বিয়ের পরের দিনই রিফাত ও জান্নাত তাদের পূর্বপরিকল্পনা মোতাবেক তাদের অন্যান্য সহযোগীদের সহায়তায় ভিকটিম ফয়সাল’কে অপরহণ করে এবং ফয়সালের মুক্তিপণ হিসেবে ৬০,০০০/- টাকা দাবী করে। উক্ত টাকা নিয়ে রিফাত ও জান্নাত অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিল বলে জানায়।