বনি আমিন, নিজস্ব সংবাদদাতাঃ– কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীতে এলাকায় হতে ১৬ নভেম্বর ২০২২ ইং তারিখ রোজ বুধবার র্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব- ১০ এর অভিযানিক দল। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো ১। মোঃ মহসিন সিকদার ২। মোঃ রনি হাওলাদার ৩। মোঃ রবিন হোসেন বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৩ টি চাকু উদ্ধার করা হয় বরে জানান র্যাব- ১০। এছাড়া গতকাল ১৫ নভেম্বর ২০২২ ইং তারিখে র্যাব- ১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব- ১০। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ কাওসার হোসেন, বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি চাকু উদ্ধার করে র্যাব- ১০। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ী সহ আশ পাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা- পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে। বলে এসব তথ্য নিশ্চিত করে জানান র্যাব- ১০ এর প্রেস ব্রিফিং এ।#