মোঃ বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে যানজট নিরসনে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও ভ্রাম্যমান দোকান এবং ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। আজ বুধবার দুপুরে বেলা একটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত কদমতলী গোল চত্বর হইতে পূর্ব বন্ধ ডাকপাড়া রফিক হাজীর বাড়ি হইতে কদমতলী ঢাকা জেলা প্রেস ক্লাবের সামনে হইতে লায়ন টাওয়ার পর্যন্ত এর আশেপাশের দুই কিলোমিটার উচ্ছেদ অভিযান করেন সহকারী পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবিরের। নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এই সময় প্রায় শতাধিক টং দোকান ও দুইটি সিএনজি স্ট্যান্ড , প্রাইভেটকার স্ট্যান্ড, অটো রিক্সা স্ট্যান্ড।
হোন্ডা মোটরসাইকেলের স্ট্যান্ডে। গাড়ি চালকদের সাথে। আইন শৃংখলা নিরাপত্তা ওপেন হাউজ ডে ২০২৩ ১নং পুলিশ বিট (জিনজিরা ইউনিয়ন) ওয়ার্ড নং-১, ২, ৩, ৪, ৫ বিট অফিসার: ০১৩২০-০৮৯৪৬২ অফিসার ইনচার্জ: মামুন অর রশিদ কেরানীগঞ্জ মডেল থানা ঢাকা মোবাইল: ০১৩২০০৮৯৪৫৫ ডিউটি অফিসার: ০১৩২০-০৮৯৪৬০
কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার এএসপি ফাহমিদা,সহ বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও এখানে স্থাপিত অবৈধ কয়েকটি তেলের দোকান ও ফুটপাতে দোকান গুলোতে ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, ঢাকা মাওয়া হাইওয়েতে চলাচলকারী যাত্রীরা কদমতলী গোল চত্বরের যানজটের কারণে মহাসড়কের শতভাগ সুফল থেকে বঞ্চিত এই যানজটের অন্যতম কারণ অবৈধ স্ট্যান্ড, এ নিয়ে পত্রপত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশের পর জনগণের চলাচল নির্বিঘ্ন করতে মডেল ও দক্ষিণ থানা যৌথভাবে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। আমরা ফুটপাত দখলকারীদের মৌখিক ভাবে সতর্ক করে দিয়েছি, পরবর্তীতে এখানে আবার দোকান স্থাপন করা হলে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।আমাদের এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।