বনি আমিন, কেরানীগঞ্জ সংবাদদাতাঃ ঢাকার কেরানীগঞ্জে মাহেন্দ্র গাড়ির ধাক্কায় অর্কপ্রিয় হোসেন অংশুমান (২৫) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বাঘাসুর খান বাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
অর্কপ্রিয় কেরানীগঞ্জ মডেল রুহিতপুর গ্রামের অপু মিয়ার ছেলে ও ভাষা শহীদ এমদাদুল হকের নাতি। দুর্ঘটনার পর স্থানীয়রা অর্ককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে চারটায় পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
অংশুমানের বন্ধু রাহাত বলেন, শুক্রবার অংশুমান বিয়ে করেছিল। আজ শনিবার তাঁর নিজ বাসভবনে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন চলছিল। ওই অনুষ্ঠানের কিছু মালপত্র কেনার জন্য সে নিজেই মোটরসাইকেল চালিয়ে ঢাকার এলিফ্যান্ট রোডের উদ্দেশে রওনা দেয়।
বেলা তিনটার দিকে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বাঘাসুর খান বাড়ির মেইন রোডে আসলে একটি মাহেন্দ্র গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষা শেষে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
’ ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জ থেকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।