বনি আমিন (ঢাকা) কেরানীগঞ্জঃ ঢাকার কেরানীগঞ্জে সাংবাদিকদের থানা তাঁতী লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুকের দেয়া হুমকির প্রতিবাদে মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে কেরানীগঞ্জের কদমতলীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি কেরানীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও কেরানীগঞ্জের নানান শ্রেনী পেশার সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহন করেন।
মানব বন্ধনে দৈনিক প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন রতন বলেন, বিগত দিনে মামলা হামলা এমনকি কালো আইন দিয়ে সাংবাদিকদের কন্ঠরোধ করার চেষ্টা করার ধারা এখনো অব্যাহত আছে। আমরা এই বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের আমলেও সারা দেশে সাংবাদিকরা নিপীড়িত হচ্ছি। কেরানীগঞ্জে সেই বিগত আমলের আওয়ামী লীগ নেতা একটা দলে যোগ দিয়ে, আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসতে চাচ্ছে। তারা সাংবাদিকদের হুমকি দুমকিসহ নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।
এসময় কেরানীগঞ্জের আলো পত্রিকার সম্পাদক রাজু আহমেদ বলেন, বলা হয় ৫ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হলে সমস্ত পেশার ন্যায় সাংবাদিকতাও স্বাধীন হয়েছে আমরা ধারনা করতে পারি। কিন্তু আমরা মাঠে ঘাটে কাজ করতে গিয়ে দেখছি, ৫ আগস্টের আগে আমরা যেমন হামলার স্বীকার হতাম – হুমকির স্বীকার হতাম; ৫ই আগস্টের পরেও আমরা তেমন হামলার স্বীকার হচ্ছি- হুমকির স্বকার হচ্ছি। শুধু দল বদলেছে কিন্তু হুমকি বদলায় নি, আমাদের উপর অত্যাচার বদলায় নি। আমরা সাংবাদিক সমাজ এর থেকে প্রতিকার চাই। আমরা স্বাধীন ভাবে কাজ করতে চাই । হুমকি দামকি দিয়ে সাংবাদিকদের দমায়া রাখা যাবে না।
তিনি আরোও বলে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায়কে বলতে চাই, আপনার গুটি কয়েক কর্মী যেভাবে সাংবাদিকদের উপর হামলা করছে, আপনি তার ব্যবস্থা নিন। অন্নথ্যায় আমরা কিন্তু বসে থাকব না। আমরা মানববন্ধন থেকে কঠোরতম কর্মসূচি দিবো।এসময় উপস্থিত সাংবাদিক ও মানববন্ধনকারীরা মুক্ত সাংবাদিকতা চর্চা ,সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হুমকিদাতা মোল্লা ফারুককে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।
এর আগে পাক্ষিক কেরানীগঞ্জের আলো পত্রিকার সম্পাদককে হুমকির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাতী লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুকের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ ও একটি সাধারন ডাইরি করা হয়েছে।