• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে সাইফুল হত্যাকান্ডের মাস্টারমাইন্ড ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সংবাদদাতা / ১৮৫ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ গত ৩০ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ দিবাগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় সাইফুল ইসলাম নামে এক পোশাক ব্যবসায়ী’কে কতিপয় দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসহভাবে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং চোখ উপড়ে ফেলে নির্মম ভাবে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

যার মামলা নং-০১ তারিখঃ ০১ আগস্ট ২০২৩ খ্রিঃ। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব চাঞ্চল্যকর সাইফুল হত্যাকান্ডের সাথে জড়িত ১। মোঃ রাজন হোসেন (৩১), ২। মোঃ জানে আলম (৩৬), ৩। মোঃ সুমন @ গর্দা সুমন (২৫), ৪। মোঃ লিটন হোসেন (২৬), ৫। মোঃ দিপু (২৩), ৬। মোঃ সরোয়ার আকন্দ (২৬) ও ৭। মোঃ সজীব (২৯),দেরকে গ্রেফতার করতে সক্ষম হলেও হত্যাকান্ডের মাস্টারমাইন্ড সুমন @ কালা সুমন, তুহিন ও খোকন মাতব্বর @ কালা খোকন পলাতক থেকে যায়। পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৩ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১২:০৫ ঘটিকা হতে ১৭:০৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল র‌্যাব- ৮ এর সাহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ও ঢাকার জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সাইফুল ইসলাম  হত্যাকান্ডের সাথে জড়িত মাস্টারমাইন্ড ১। সুমন @ কালা সুমন (৩০), পিতাঃ- মৃত- হযরত আলী, সাং- জয়নগর, থানাঃ- শিবচর, জেলাঃ- মদারীপুর, এ/পি- খেজুরবাগ, সাতপাখি, থানাঃ- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলাঃ- ঢাকা ও ২। মোঃ তুহিন হোসেন (৪২), পিতাঃ- হোসেন সেলিম, সাং- দক্ষিণ খেজুরবাগ, সাতপাখি, থানাঃ- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলাঃ- ঢাকা দেরকে গ্রেফতার করে।

এছাড়া একই তারিখ আনুমানিক ১৩:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গ্রেফতারকৃত সাত আসামি ও বাদীর তথ্য মতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বয়েজ ক্লাব এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সাইফুল হত্যাকান্ডের সাথে জড়িত মাস্টার মাইন্ড মোঃ খোকন মাতবর @ কালা খোকন (৩৯), পিতাঃ- মৃত- আব্দুল আজিজ মাতবর, সাং- গজদাইপুর, থানাঃ- জাজিরা, জেলাঃ- শরীয়তপুর, এ/পি- খেজুরবাগ, সাতপাখি, থানাঃ- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলাঃ- ঢাকা’কে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...