বনি আমিন, কেরানীগঞ্জ থেকেঃ
কেরানীগঞ্জ মডেল থানার এসআই আজাদ, এএসআই আল আমিন খন্দকার ও সঙ্গীয় ফোর্সসহ গত ই ১০/০৪/২০২৩ তারিখ বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মোঃ শাহাবউদ্দিন কবীর, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন- অর- রশিদ দিকনির্দেশনা ও পুলিশ পরিদর্শক মুন্সি আশিকুর রহমান স্যারের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানাধীন লছমনগঞ্জ এলাকার সাচ্চু ওরফে গোগার ৫ম তলা বিল্ডিং এর নিচ তলার আসামী রুবির ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। পিয়ারী বেগম (৫১), স্বামীঃ- মৃতঃ- আলমগীর হোসেন, সাং নয়াপুর বাজারস্থ পোড়া বাচ্চুর বাড়ী সংলগ্ন, থানাঃ- সোনারগাঁ, জেলাঃ- নারায়গঞ্জ, এ/পি- জিনজিরা।
কালাচাঁনা প্লাজার পিছনে মাসুম ম্যানশনের ৫ম তলার ভাড়াটিয়া, থানাঃ- কেরানীগঞ্জ মডেল, জেলাঃ- ঢাকা (ভাসমান), ০২। রুবি বেগম (৩৫), পিতাঃ- আব্দুর রহমান হাওলাদার, সাং- পাতারহাট, থানাঃ- মেহেদীগঞ্জ, জেলাঃ-বরিশাল, এ/পি- লছমনগঞ্জ সাচ্চু ওরফে গোগার বাড়ীর ভাড়াটিয়া, থানাঃ- কেরানীগঞ্জ মডেল, জেলাঃ- ঢাকা (ভাসমান), ০৩।মোঃ তাইজুল ইসলাম পিলু (৩৫), পিতাঃ- তফছের আলী, সাং- গকুল, থানা ও জেলাঃ- বগুড়া, এ/পি- পাথরঘাটা রাজু মিস্ত্রীর বাড়ীর পাশ্বে, থানাঃ-সিরাজদীখান, জেলাঃ- মুন্সীগঞ্জ (ভাসমান),০৪। লিটন ওরফে রিপন(৩২), পিতাঃ- মান্নান রাড়ী, সাং- রামভদ্রপুর, থানাঃ- ভেদরগঞ্জ, জেলাঃ- শরীয়তপুরদের দখল হইতে১৩৬ (একশত ছত্রিশ) বোতল ফেনসিডিল সহ আটক করি। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।