বনি আমিন (কেরানীগঞ্জ) থেকেঃ রাজধানীর অদূরে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন-মমতাজ বেগম (৩৭) ও নুরুজ্জামাল (৪০)। এসময় তাদের কাছ থেকে মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রো বাস জব্দ করা হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয় টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
চেকপোস্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র্যাব সদস্যরা মাইক্রো বাস টিকে সিগন্যাল দিয়ে থামান। কিন্তু সেটি পালানের চেষ্টা করে। পরে থামানো হলে গাড়িটি তল্লাশি করা হয়। একপর্যায়ে মাইক্রো বাস টি থেকে র্যাব ৪৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ফেনসিডিল গুলো তিনটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৬৭ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা র্যাব’কে জানিয়েছে, তারা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ পন্থায় ফেনসিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরানীগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।