বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতিল এলাকার তিতাস ব্রিকস ও মধুপুর ব্রিকসে অবৈধ ভাবে কাঠ পোড়ানোর অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করেছে রিফাত আনজুম পিয়া’র ভ্রাম্যমান আদালত।
রবিবার (৮ডিসেম্বর) বিকেলে উপজেলার দড়িহাতিল এলাকায় তিতাস ও মধুপুর ইট ভাটায়, ইট তৈরিতে জ্বালানি হিসাবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন – ২০১৩ অনুসারে পৃথক ২ টি মামলায় মোট দেড় লাখ টাকা জরিমানা করেন।
পাশাপাশি একই দিনে মির্জাবাড়ী ইউনিয়নের দড়িহাসিল এবং কুড়াগাছা ইউনিয়নের হাওদা বিলে মাটি কাটার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং সার্বিক ভাবে তত্ত্বাবধানে ছিলেন মধুপুর আর্মি ক্যাম্পের বিশেষ একটি দল।
জনস্বার্থে এ অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান, সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।