কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে চরম বিপাকে পড়ছে কেরানীগঞ্জ উপজেলার গরিব- দুঃখী শীতার্ত মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার নির্দেশনায় শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাড়াতে গভীর রাতে শীতবস্ত্র (কম্বল) নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল, দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার গভীর রাতে হঠাৎ করেই কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা, আগানগর, কোন্ডা ও তেঘুরিয়া ইউনিয়নের অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা গেছে ।
স্থানীয় জন সাধারণ ও প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় সপ্তাহ ধরে এভাবে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুড়ে ঘুড়ে বিভিন্ন ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন উপজেলা প্রশাসন। কনকনে শীতের রাতে হঠাৎ শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী’রা আবেগে আপল্লুত হয়ে পড়েন।
শীতবস্ত্র (কম্বল) পাওয়া একাধিক শীতার্ত ব্যক্তি বলেন, এ সপ্তাহে শীত অনেক বেড়েছে। সুর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এই শীতের রাতে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র (কম্বল) তাদের অনেকটাই রক্ষা করছে। এ শীতবস্ত্র উপজেলার প্রতিটি ইউনিয়ন ঘুরে ছিন্নমূল গরীব ও অসহায় শীর্তাত মানুষের মাঝে বিতরণ অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।