• শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সংবাদদাতা / ১৫ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) জেলার জিরানী বাজারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন তারা। এর আগে, বুধবার (২ অক্টোবর) সকালে গাজীপুরের ভোগরা চৌধুরীবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন পোশাক শ্রমিকরা। চাকরিতে পুনর্বহাল, নিয়োগসহ বিভিন্ন দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেন। এ পরিস্থিতিতে গতকাল অন্তত ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গাজীপুরের বেশির ভাগ কারখানার সামনে লেখা আছে ‘শ্রমিক নিয়োগ বন্ধ’। মাসের ১-৫ তারিখ পর্যন্ত প্রতিটি কারখানার সামনেই শত শত শ্রমিক চাকরির জন্য ভিড় করেন।

এদিকে, বুধবার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা বার্ডস গ্রুপের শ্রমিকরা সেনাবাহিনীর আশ্বাসে ৫৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে। ফলে গতকাল দুপুর থেকে যানবাহন চলাচল আবার শুরু হয় এবং ঢাকা-টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সচল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...