মোঃ বশির হোসেন (স্টাফ রির্পোটার): মানবতাই পরম ধর্ম, এই প্রতিপাদ্ধকে সামনে রেখে মানবতার সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত চন্দনাইশ হারলা মুসলিম ইয়ং সোসাইটির পক্ষ থেকে গরিব অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ১৯৯৪ সালে চট্রগ্রামের চন্দনাইশে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠনটির পক্ষ থেকে গত ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার) নয়াহাটস্থ স্থায়ী কার্যালয়ে অসহায় একটি পরিবারকে বিবাহ বাবদ নগদ ৯৫,৫০০/- টাকা এবং ক্যান্সার চিকিৎসার জন্য ২৩,৮০০/- টাকা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমাসহ সংগঠনটির সাবেক সাধারন সম্পাদক নরুল আলম,আহবায়ক মোঃ শফিউল ইসলাম,সদস্য সচিব সফিউল আলম,সাবেক সভাপতি আব্দুল হান্নান,সদস্য হেলাল উদ্দিন,মোঃ নুর হোসেন,মোঃ ফারুক উদ্দিন সুমন,মোঃ ফরিদ উদ্দিনসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা বলেন, মানুষের সেবার মাঝেই রয়েছে প্রকৃত সুখ। আত্ম-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝেই রয়েছে জীবনের স্বার্থকতা। শুধু নিজেকে সুখি করা নয়, বরং আমাদের উদ্দেশ্য হওয়া উচিত সবাইকে সুখে রাখা। তাহলেই সমাজে শান্তি ফিরে আসবে। এসময় তিনি সংগঠনটির পাশে থেকে সহযোগিতার জন্য আশ্বাস প্রদান করেন। সমাজসেবা কর্মকর্তাকে সংগঠনের পাশে থেকে সহযোগিতার জন্য অনুরোধ করেন তিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি মিজানুর রহমান হাফিজুল্লাহ। সভায় বক্তারা বলেন,সামাজিক সংগঠন হারলা মুসলিম ইয়ং সোসাইটি অতীতেরমত অসহায় মানুষের পাশে থেকে সামাজিক কাজে অংশগ্রহন করবে। এসময় তারা সমাজের বিক্তবানদের অসহায়,গরীব দুঃস্থদের পাশে দাড়ানোর জন্য আহবান জানান।