আলী হোসেন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুরের আকুনবাড়িয়া মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ বিকেল ৩টার দিকে যাত্রীবাহী থ্রি- হুইলার (মাহিন্দ্রা) দাঁড়িয়ে যাত্রী নামানোর সময় ধান বোঝাই একটি বেপরোয়া নসিমন থ্রি-হুইলারটিকে ধাক্কা দিয়ে ১৪ ফিট গভীর গর্তে ফেলে পালিয়ে যায়।
গাড়িতে থাকা ১০ জন যাত্রীর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী’রা জানিয়েছেন, মহাসড়কে অবৈধ নসিমন-করিমনের দৌরাত্ম্য এবং বেপরোয়া গতি এই দুর্ঘটনার মূল কারণ। তারা এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা আর- ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “মহাসড়কে ফিটনেসবিহীন এই অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনভাবেই থামবে না।”নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।