• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আরো বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন: বেপজাকে প্রধান উপদেষ্টা আমিনপুরে সেনাবাহিনীর অভিযানে বন্দুক সহ সন্ত্রাসী বাবু গ্রেফতার চট্টগ্রাম আদালতে ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব! সাদা পোশাকে আর কাউকে গ্রেপ্তার করা যাবে না :ডিবি কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ ছাত্রলীগের আকস্মিক হামলায় ৩ সমন্বয়ক আহত গোবিন্দগঞ্জে ভূমিদস্যু’র আগুনে পুড়ল সাঁওতালপল্লী বিবিসি নিউজ টুয়েন্টিফোর এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় জেলা প্রশাসকদের মুন্সিগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

ছাত্রলীগের আকস্মিক হামলায় ৩ সমন্বয়ক আহত

রাসেদ বিল্লাহ চিশতীঃ / ২৭ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

রাসেদ বিল্লাহ চিশতীঃ নোয়াখালীর সদরে ছাত্রলীগের আকস্মিক হামলায় তিন সমন্বয়ক মারাত্মক ভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত সমন্বয়কদের ঘটনা স্থল থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ০৪ জানুয়ারি ২০২৪) দিবাগত রাত পৌনে ২টার দিকে জেলা শহর মাইজদীর মধুসূদনপুর এলাকায় এই হামলা ও মারধরের ঘটনা ঘটে।

আহত সমন্বয়করা হলেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান সীমান্ত (২৪), স্থানীয় ছাত্র সমন্বয়ক মামুনুর রশীদ তুষার (২৬) ও হাসান আহম্মেদ গালিব (২৬)। সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান খাঁন জানান, জেলা শহর মাইজদীর হকার্স মার্কেটের একটি দোকান নিয়ে আগে থেকে দুই পক্ষের মধ্যে বিরোধে গতকাল শনিবার সন্ধ্যার দিকে ওই দোকানের দখল নিয়ে দুই পক্ষই বাকবিতন্ডায় লিপ্ত হয়।

সমন্বয়কদের ছবি তুলে স্থানীয়রা সমন্বয়করা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়। ফেসবুকে এমন স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে রাত দেড়টার দিকে পোস্টের সত্যতা প্রকাশের জন্য সমন্বয়করা ঘটনা স্থলে গেলে সমন্বয়কদের উপর আকস্মিক ভাবে হামলা চালিয়ে মারধর করে ছাত্রলীগের লোকজন। পরে অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় বাপ্পী (২৮) ও ফাহাদ (৩০) নামে ২ জনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি। তবে তা খতিয়ে দেখা হবে।নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জকি হোসেন বলেন, এ হামলার সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মিরা জড়িত। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে রবিবার সকালে ২ জনকে আটক করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...