• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

জাজিরায় ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের মাঝে বাছুর বিতরণ

নাসির উদ্দিন, জেলা প্রতিনিধিঃ / ১৪৮ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

নাসির উদ্দিন, জেলা প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরায় অসহায় ও দরিদ্র ১৭ জেলেকে বিনামূল্যে গরুর বাছুর দেয়া হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ ও জাটকা আহরণে বিরত থাকা জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এই বাছুর বিতরণ করা হয়। বুধবার (৫-এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা মৎস্য অফিস আয়োজিত ‘বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে’ ১৭ জন জেলের মধ্যে ১৭’টি  বকনা (গরু) বাছুর বিতরণ করা হয়েছে।

বাছুর বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান সহ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এদিকে বাছুর উপহার পেয়ে জেলেরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বাছুর উপহার পেয়ে আমরা খুব খুশি। আমরা এখন আর মাছের উপর পুরোপুরি নির্ভরশীল থাকবো না। গরুকে কেন্দ্র করে আমাদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে। পরে উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাশার জানান, ইলিশ সম্পাদ রক্ষা, জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরি ও তাদের জীবন মান উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে উপজেলার ১৭ জন জেলেকে গরুর বাছুর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...