• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

জাজিরায় চাঁদা না দেয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে আহত

সংবাদদাতা / ১২৯ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

নাসির উদ্দিন, জেলা প্রতিনিধি শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় নতুন রাস্তা নির্মাণে চাঁদা না দেয়ায় এক ইউপি সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্য তাইজুল ইসলাম (৪০) কে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫-জুলাই) রাত ১০’টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের জাজিরা থানাধীন মন্নান মাস্টারের স মিল এর কাছে পাকা রাস্তায় এই ঘটনা ঘটে। আহত তাইজুল ইসলাম জয়নগরের গঙ্গপ্রসাদ (৮নং ওয়ার্ড) এলাকার আহম্মদ বেপারীর ছেলে ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য।

আহত তাইজুল ইসলামের স্ত্রী জানান, মাসখানেক আগে কর্মসূচির রাস্তা নির্মাণ করতে গেলে স্থানীয় কিশোর গ্যাং মেম্বারের থেকে টাকা দাবি করে। এনিয়ে মেম্বারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধও রাখা হয়। এরপর থেকেই মেম্বারের সাথে শত্রুতা হয় তাদের। তবে তাদের নাম বলতে পারেননি তিনি।

মুঠোফোনে মেম্বার তাইজুল ইসলাম বেপারী জানান, জয় নগর বাজার থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা অতর্কিত হামলা করে। তারা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে। এসময় তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ও মূল্যবান কাগজ ছিনিয়ে নেয়। এদের মধ্যে ১ মারুফ  খান (১৮) ২ মেহেদী খান (২২) উভয় পিতাঃ আমির খান ৩ ইউসুফ খান (১৮) ৪ ইমরান খান ২৩ উভয় পিতা মকবুল খান  তাদেরকে চিনতে পেরেছেন তিনি।

ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ইগবাল হোসেন খান বলেন, চাঁদাবাজি নয় এর আগে মেম্বারের নির্দেশে খান বাড়ির ছেলেদের মেরেছিলো তার ভাইয়েরা। তিনি জানান, মাসখানেক আগে বাদশা হাওলাদার নামে এক ব্যাক্তি জমির মধ্য দিয়ে জোর করে রাস্তা নিতে চায় মেম্বার। বিষয়টি নিয়ে বাদশা হাওলাদার খান বাড়ির কয়েকজন বাচ্চা ছেলেকে ঘটনার সাক্ষী হওয়ার জন্য ডাকে। যারা সবাই স্টুডেন্ট। ওরা ঘটনাস্থলে গেলে মেম্বার ওদের মারধর করার নির্দেশ দেয়। মেম্বারের উপস্থিতিতেই মারধর করে।

এ ঘটনায় অভিযুক্ত মারুফ খান (১৭) জানায়, মেম্বার তাদের সাথে খারাপ ব্যাবহার করেছে। এসময় তিনি উত্তেজিত হয়ে কিল ঘুষি মেরেছেন। কিল ঘুষি খেয়ে দৌড়ে পালাতে গিয়ে বাঁশের ধাক্কায় আহত হয়েছেন তিনি।

এদিকে এই ঘটনায় স্থানীয় মুরুব্বিদের  মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বর্তমান চেয়ারম্যান সহ স্থানীয়রা পঞ্চায়েতের মুরুব্বিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৪-১৫ বছরের বাচ্চারা আজকাল বয়োবৃদ্ধ মুরুব্বিদের গায়ে হাত তুলছে। ছেলে-মেয়েদের শাসনের বড় অভাব দেখা দিয়েছে। এই বিষয়ে জানতে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমানকে মুঠোফোনে কল করলেও তিনি কল রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...