• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

টঙ্গীতে একাধিকবার জেল খাঁটার পরেও থেমে নেই সন্ত্রাসী কর্মকাণ্ড 

সংবাদদাতা / ২২৩ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

স্টাফঃ রিপোর্টারঃ গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সুর তরঙ্গ রোডের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ ইসমাইল একাধিক বার জেল খাঁটার পরেও থেমে নেই তার সন্ত্রাসী কর্মকাণ্ড। ইসমাইল টঙ্গী পশ্চিম থানা মহিলা লীগের সভাপতি আয়েশা আক্তার আশার ছোট ভাই। বোনের রাজনৈতিক শক্তিকে পুজি করে ইসমাইল গড়ে তুলেছে বিশাল এক কিশোর গ্যাং বাহিনীর সম্রাজ্য। এই বাহিনী এলাকায় খুন জখম, চাঁদাবাজী,মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। ইসমাইলের সহযোগি হয়ে কাজ করছে টঙ্গী এরশাদনগর এলাকায় চিহ্নিত মাদক কারবারি মাসুদ ওরফে নারকাটা মাসুদ (৩২) বনমালার হুমায়ুন (৩৫) মিজান ওরফে টুপি মিজান (২৭) এই ৪ জন ইসমাইলের ডান হাত হয়ে করে।

তাদের নামে টঙ্গী পশ্চিম থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর বিরুদ্ধে ১) টঙ্গী থানার মামলা নং ১১ তাং ৪/৪/২০১৭ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অ HVপরাধ ৪/৫ ধারা।২) টঙ্গী থানার মামলা নং ১০ তাং ১৪/০৭/২০১৬ ধারা১৪৩ /৪৪৭/ ৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৩৮০/৫০৬ পেনাল কোড ৩) টঙ্গী থানার মামলা নং ১৯ তাং ১২/০২/২০১৪ ধারা ৪৪৮/ ৩২৩/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড ৪) ডিএমপি শেরে-বাংলা নগর থানার মামলা নং ২০ তারিখ ১৩/০৪/২০২১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০(ক) ৫) টঙ্গী পশ্চিম থানার মামলা নং ৬ তারিখ ০৮/০৫/২০১৯ অস্ত্র আইনের19 (f) ৬) টঙ্গী থানার মামলা নং ১৪ তারিখ ৬/১১/২০১৭ ধারা ১৪৩/ ৪৪৮/৩৮৫/ ৩৮৬/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/৩৮০/৫০৬ পেনাল কোড ৭) টঙ্গী থানার মামলা নং ৩৮ তারিখ ১৪/১২/২০১৭ ধারা ৩০২/৩৪ পেনাল কোড ৮) টঙ্গী থানার মামলা নং ৩৫ তারিখ ১৪/১০/২০১৭ ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬(২) পেনাল কোড ৯) টঙ্গী পশ্চিম থানার মামলা নং ২০ তারিখ ২৩/০২/২০২০ ধারা ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩০৭/ ৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড এবং ১০) ডিএমপি উত্তরা পশ্চিম থানার মামলা নং ১৬ তারিখ ১২/০৩/২০২০ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১০(খ) মামলা গুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

এছাড়াও গত ২১ আগস্ট ২০২২ইং তারিখ রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া সাকিনস্থ মেরিট স্কুলের সামনে রাস্তার উপর ২০/২৫ জনের একটি দল পূর্ব শত্রু তার জের ধরে সুজন নামে এক ব্যক্তিকে প্রকাশ্য কুপিয়ে জখম করেন ২।মাসুদ ওরফে নার কাটা মাসুদ এরশাদনগরের ৭নং ব্লকের বাবুর্চি মো. আশরাফের ছেলে। সে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও চুরিসহ ১৫ টি মামলা রয়েছে।

স্থায়ী: গ্রাম (এরশাদ নগর ০৭ নং ব্লক, থানাঃ টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুতুকুতুর), উপজেলা / থানাঃ- টঙ্গী পূর্ব, জেলাঃ- গাজীপুর, বাংলা ১নং গ্রেফতারকৃত – সুত্র: (112PW) জিএমপি জেলা / ইউনিট এর টঙ্গী পূর্ব এফআইআর নং-৪০/৪০, তারিখ- ২১ জানুয়ারি, ২০১৯: তারিখ ২১ জানুয়ারি -২০১৯, সময়- ০০.২৫২/নং (112PW) জিএমপি এর টঙ্গী পূর্ব থানার, এফআইআর নং-৪০/৪০, তা ২১ জানুয়ারি, ২০১৯; সময়- ১০.৩০ ঘটিকার সময় ধারা- ৩৬(১) সারণি ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;, এজাহারে অভিযুক্ত/বিবাদী- চার্জশীট :-১০৩, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

৩।নং (11551) জিএমপি এর টঙ্গী পূর্ব থানার, এফআইআর নং-২৯/২৯, তারি জানুয়ারি, ২০১৯; সময়- ২৩.১০ ঘচটকার সময় ধারা- ৩৬(১) সারণির ১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;, এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট ১৬৮, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

৪। নং পলাতক – সুত্র: (15C4V) জিএমপি জেলা/ইউনিট এর পূবাইল খানার এফআইআর নং-২৪/৭৯, তারিখ- ২৯ মে, ২০১৯; তারিখ ২৮ মে, ২০১৯, বিকাল ১৫.১৫ ঘটিকা ৫। নং (15C4V) জিএমপি এর পূবাইল থানার, এফআইআর নং-২৪/৭৯, তারি মে, ২০১৯; সময়- বিকাল ১৬.০৫ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০ (ক)/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;, এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৬/নং 30-AUG-22 তাং এ আউচপাড়া অবস্থান থেকে ভাল অবস্থায় নিয়মিত মামলায় গ্রেফতার (মাদক মামলা ব্যতিত) গ্রেফতার হয়, মামলা- (1QTB6) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার এফআইআর নং-২০, তারিখ-১ আগস্ট, ২০২২; জি আর নং-১৭৩, তারিখ- ২২ আগস্ট, ঘটিকা।

ধারা-১৪৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১০৯/৩৪ পেনাল কে ১৮৬০/ ১। নং (1U7L1) জিএমপি এর টঙ্গী পশ্চিম থানার, এফআইআর নং-১/১, তারি জানুয়ারি, ২০২২; জি আর নং-১, তারিখ- ০২ জানুয়ারি, ২০২২; সময়- ১৫ ঘটিকা ধারা- ৩৬ (১) সারণির ১০(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;, এজাহারে অভিযুক্ত/বিবাদী- চার্জশীট :-৪১, এই মামলায় অভিযু হয়েছে/৩। হুমায়ুন কবির বনমালা তার নামে টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, পূবাইল থানা সহ বিভিন্ন থানায় তামিল হত্যার অন্যতম আসামি, জোড়া মার্ডার মামলার অন্যতম আসামি, অস্ত্র মামলা, চাঁদাবাজী, ডাকাতি, ছিনতাই মাদক হেরোইন মামলা সহ প্রায় ১০/১২ মামলা রয়েছে।

৪। মিজান ওরফে টুপি মিজান বনমালা দত্তপাড়ার হুমায়ূনের ভাগিনা নামে পরিচিত। তার নামে ৮/১০ টি মামলা হত্যা মামলা, চাঁদাবাজী, ডাকাতি, মাদক ছিনতাই মামলা রয়েছে। ইসমাইল, মাসুদ, হুমায়ুন ও মিজান এরশাদনগর থেকে শুরু করে তার অপরাধ সম্রাজ্য বিস্তৃত করেছে সমগ্র টঙ্গীজুড়ে।খুন জখম, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, রাহাজানি, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপকর্ম করে। মানুষের জীবন ধ্বংসকারী মাদক ব্যবসারও নেতৃত্ব দেয় মাসুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...