• মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

টঙ্গীতে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name / ৮৯ Time View
Update : বুধবার, ২১ জুন, ২০২৩

গাজীপুরের টঙ্গীতে বেতন ভাতার দাবিতে প্রিন্স জ্যাকের্ড সোয়েটার লিমিটেড নামক একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২১ জুন) সকালে সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে । শ্রমিকদের বিক্ষোভ মিছিলটি বাগানবাড়ি এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে বের হলে পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছাত্র ভঙ্গ করে দেয়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কারখানাটিতে প্রায় সাড়ে ৭০০ জন শ্রমিক কাজ করে। গত এপ্রিল মাসে ওই কারখানার  ৫০ জন শ্রমিকের ৫০ শতাংশ বেতন বকেয়া রাখে কারখানার মালিকপক্ষ। গত মে মাস আবারও কারখানা সব শ্রমিকের বেতন ভাতা বকেয়া রাখেন তারা। মঙ্গলবার সকলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও  কারখানার মালিকপক্ষ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করিনি।

ওই দিন শ্রমিকরা দিনভর বেতন-ভাতার জন্য অপেক্ষা করে বিকেলের দিকে বিক্ষোভ করে চলে যান। বুধবার (২১জুন) সকালে কারখানার শ্রমিকরা আবারও কারখানায় আসলে  কারখানা তালাবদ্ধ দেখতে পান । পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে অবস্থান ও পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে বাগান বাড়ি এলাকা থেকে বের হন। এসময়  পুলিশ শ্রমিকদের মহাসড়কে উঠতে বাধা দেয় । এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গণি জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছিল। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category