• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

ডেসটিনি, যুবক, ইউনিপে স্টাইলে আরেক হায় হায় কোম্পানি; ইউএস ট্রেড, হাতিয়ে নিলো কোটি কোটি টাকা

সংবাদদাতা / ২৩৮ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ ইউএস কম্যুনিটি ট্রেড এর ব্যানারে মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম বাণিজ্যের ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। অভিনব এ ডিজিটাল প্রতারণার ফাঁদে পা দিয়ে সারাদেশের অন্তত ৫০ হাজার মানুষ সর্বশান্ত হয়ে পড়েছেন। নানা প্রলোভনে ভুক্তভোগী মানুষজনের শেষ সম্বল হাতিয়েই ইউএস কম্যুনিটি ট্রেড প্রতিষ্ঠানটি লাপাত্তা হয়েছে।

এর উদ্যোক্তা মো. ফাহিম হোসেনসহ তার সহযোগিরাও রাতারাতি গা ঢাকা দিয়েছে। বন্ধ করা হয়েছে তাদের us community trade (https: //www. uscommunitytrad.com) সিস্টেমও। কুমিল্লা শহরের টমছম ব্রিজ এলাকার বাসিন্দা ফাহিম হোসেন একটি এ্যাপস, ব্যাংক একাউন্ট ও বিকাশ- নগদ নাম্বার পুঁজি করেই কোটি কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ উঠেছে।

 

প্রতিষ্ঠানটির প্রতারণা মূলক কর্মকান্ড পর্যবেক্ষণ করে সাইবার বিশেষজ্ঞরা জানান, এ্যাপসসহ তাদের যাবতীয় কার্যক্রম মূলত একটা স্ক্যাম। বাংলাদেশে তাদের কোন অফিস নেই, কোন নির্দিষ্ট জনবলও নেই। স্থানীয় এজেন্টরা গ্রিন ডায়ামন্ড, ব্লু ডায়ামন্ড ইত্যাদি প্রলোভন দিয়ে মানুষের টাকা হাতিয়ে নিতো। এরপর তাদেরকে আবার অন্য বিনিয়োগকারীদের সংগ্রহ করে আনতে বলতো।

সাইবার বিশেষজ্ঞ মাহবুবুর রহমান জানান, এমএলএম বা পনজি যেভাবে কাজ করে সেই আদলেই চলে ইউএস কম্যুনিটি ট্রেডের প্রতারণাও। বিনিয়োগের অল্প কিছুদিনের মধ্যেই মুনাফা পাওয়া যাবে এমন লোভ দেখানো হলেও পুরোটাই ছিল ধান্দাবাজি।

মাহবুবুর রহমান আরও বলেন, তাদের ওয়েবসাইটে অ্যাপ ছিল। সেই অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং পরিচালনা সহ অবৈধ পন্থায় ব্যাংকের মাধ্যমেও তারা টাকা সংগ্রহ করতো। পরে স্থানীয় এজেন্টরা জমাকৃত সে টাকা বাইরে পাচার করতো। এসএসসি এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের মুনাফার লোভ দেখিয়ে ফাঁদে ফেলা হতো। মুন্সীগঞ্জ, গাজীপুর, দোহার- নবাবগঞ্জসহ অনেক জেলা-উপজেলায় বহুসংখ্যক কিশোর- তরুণও এই প্রতারণার শিকার হয়েছে।

চক্রটি DBBL একাউন্ট ৭০১৭৪১৬১৫৮২৩৮, কুমিল্লা, ডাচ বাংলা এজেন্ট ব্যাংক- টমছম ব্রীজ, ইসলামী ব্যাংকের একাউন্ট নাম্বার ২০৫০১৩১০২০৯১৪৭০১৪ এবং বিকাশ ও নগদ একাউন্ট- ০১৪০৫৭১৫০৮৪ নাম্বারের মাধ্যমেই ভুক্তভোগিদের টাকা কব্জা করে নিয়েছে। এ ব্যাপারে প্রতারকদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগিরা।
—————
ফাহিমসহ গডফাদাররা উধাও
—————-
ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রায় ২০ কোটি টাকা লুটে নিয়েই us community trade নামক প্রতিষ্ঠানটি গায়েব হয়ে গেছে। বেশ কিছুদিন হৈচৈ ছড়িয়ে যথেষ্ট সক্রিয় থাকা এ হায় হায় কোম্পানির সকল কার্যক্রম বিনা নোটিশেই বন্ধ করা হয়েছে। তবে এ সীমিত সময়ের মধ্যেই সংঘবদ্ধ চক্রটি অন্তত বিশ কোটি টাকা হাতিয়ে গা ঢাকা দিয়েছে বলে সাইবার বিশেষজ্ঞরা ধারণা করছেন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের বলেন, আরো আগে থেকেই আমরা এ প্রতিষ্ঠানের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আসছিলাম। কিন্তু মানুষ লোভের ফাঁদে পড়ে এখানে টাকা বিনিয়োগ করে ধরা খেয়েছে। অতিসম্প্রতি খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটির তথাকথিত একাউন্টে যারা টাকা জমা করছিলেন তারা কেউ আর টাকা তুলতে পারছিলেন না। একপর্যায়ে us community trade এর (https:// www.uscommunitytrad.com) যাবতীয় সিস্টেমও সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ভুক্তভোগিরা জানিয়েছেন, জনৈক মোহাম্মদ ইমরান শেখ, আব্দুল্লাহ আল মামুন ও ফাহিম হোসেন সহ চার গডফাদার এই প্রতারণার বাণিজ্য ফেঁদে বসেন। তারা হাজার হাজার মানুষের সর্বস্ব হাতিয়ে এখন গা ঢাকা দিয়েছেন। এদের অন্যতম সহযোগী মাহবুবুর রহমান সাদিক, আদনান ইউসুফ মিজুন সহ ১০/১২ জনের সংঘবদ্ধ চক্র মাঠ পর্যায়ে প্রতারণার বিস্তৃতি ঘটায়।

সহজ সরল মানুষ জনকে অত্যাধুনিক প্রযুক্তির মারপ্যাচে ফেলে অনায়াসে টাকা পয়সা পকেটস্থ করে তাদের রাস্তার ভিখারী বানিয়ে দেওয়া হয়েছে। প্রতারক চক্রের মূল হোতারা কোটি কোটি টাকা হাতিয়ে এখনও দেশেই বিচরণ করছে। তবে তারা যে কোন উপায়ে মোটা অঙ্কের টাকা সহ দেশত্যাগের পাঁয়তারায় লিপ্ত বলেও তথ্য পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...